Wednesday, November 13, 2013

 ভাবনা

ভাবি পরের সকালটা যেন আর সকাল না হয়,
ভাবি একটা ঘোলাটে দিনের কথা,
অথবা গাঁঢ় কোনো অন্ধকার।
যদিবা ক্ষীণ চেনা যায় এমন চাঁদনী রাত রয়,
অনন্ত কাল ধরে; সারিবদ্ধ মাঁচা জুড়ে কুমড়োর লতা,
মুহুর্তের জন্যও হবেনা সবুজ; আঁধারে শুধু কালোর কারবার।
এর মাঝেও অতীতের পর্দা ঢাকা প্রাণীর হাড়ে লেখা প্রতিফলিত রূপালীর জয়।

বাঁশ ঝাড়ে শিকারীর বেশে বসা বর্ণহীন বর্ণিল মাছরাঙা,
গাছের শাখায় কাঠ ঠোকরার ঠোক ঠোক ছাড়া, সাড়া নেই বহু দূর।
মাঝে মাঝে কেবল বাতাসের শু শু মধুর সুরেলা,
অথবা শব্দ কখনো কোনো অদূরে অজানায় অশথের প্রাসাধ ভাঙা।
চেয়ে থাকা আকাশের বুকে আশ্রিত অংখ্যা নূর,
অসীমের পথে চলন্ত কল্পনার ভেলা,
একটা হৃদয় বহু কাল ধরে যেটা চাঙা।

No comments:

Post a Comment