হারানোর তালিকা
আজ কেন জানি কাঁদতে ইচ্ছা করছে,
অযথাই অবিরত ভিজছে এ চোখ জোরছে।
হারানোর তালিকাটা তো তেমন লম্বা নয়,
তবুও মাঝে মাঝে এ মন অশ্রুসজল হয়।
শৈশব
বাবা
একত্রে মূহুর্তগুলো
হারানোর তালিকা ছোট হলেও তীব্রতা প্রচন্ড;
হাসিমুখে ভুলে গেলেই বরং ভাববো নিজেকে ভন্ড।
চোখের বন্যা থামার অপেক্ষায় ... ...
আজ কেন জানি কাঁদতে ইচ্ছা করছে,
অযথাই অবিরত ভিজছে এ চোখ জোরছে।
হারানোর তালিকাটা তো তেমন লম্বা নয়,
তবুও মাঝে মাঝে এ মন অশ্রুসজল হয়।
শৈশব
বাবা
একত্রে মূহুর্তগুলো
হারানোর তালিকা ছোট হলেও তীব্রতা প্রচন্ড;
হাসিমুখে ভুলে গেলেই বরং ভাববো নিজেকে ভন্ড।
চোখের বন্যা থামার অপেক্ষায় ... ...
No comments:
Post a Comment